How Nighties Became A Staple Wardrobe For Bengalis: বর্তমানে নাইটির চল কার্যত প্রতিটা ঘরেই রয়েছে। বিভিন্ন ডিজাইন ও রংয়ের নাইটি পাওয়া যায় দোকানে। যার মূল্য কম থেকে অনেক বেশিও হয়। গত শতাব্দীর প্রায় শেষ দিকে নাইটি বাংলার দৈনিক পোষাকের অঙ্গ হিসেবে যুক্ত হয়। মহিলারা রাতেই বেশিরভাগ ক্ষেত্রে এই নাইটি পড়ে থাকেন।
নাইটি বর্তমানে শহর থেকে গ্রাম, কার্যত বাংলার ঘরে ঘরে মহিলাদের পছন্দের নাইটড্রেস। রাতে নিজের বাড়িতে কমফোর্ট পেতে অনেক মহিলারাই নাইটি (Nighties) পড়েন। ইংরেজিতেও এই নাইটি শব্দটির প্রচলন রয়েছে। সেখানে নাইটিকে Night Gown বা Night Dress বলা হয়।
তবে এই নাইটি কিন্তু আমাদের দেশের পোশাক নয়। প্রাচীন কালে গ্রিক সভ্যতায় নাইটির খোঁজ মেলে। সেখানে পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই নাইটি পড়তেন। পরবর্তীতে এই পোশাক ছড়িয়ে পড়ে ইউরোপে। মূলত সূতির কাপড়ের তৈরি নাইটি দক্ষিণ এশিয়ায় আসে বিংশ শতাব্দীতে, যেখানে সুতির পাশাপাশি সিল্কও ব্যবহৃত হয়।
বর্তমানে শুধু আরামের জন্য নয়, নাইটি এখন অনেক দেশের সংস্কৃতির অংশ। কিছু জায়গায় আবার বিয়ের অনুষ্ঠানে নাইটি পড়ার চলও রয়েছে। অর্থাৎ, একেকটি নাইটির সঙ্গে যুক্ত রয়েছে শতাব্দীর ইতিহাস ও সংস্কৃতি।
Bunon Fabrics নিয়ে এসেছে আধুনিক নারীর জন্য প্রিমিয়াম নাইটড্রেস কালেকশন। আমাদের কালেকশনে আছে Cotton Night Dress, Silk Night Dress থেকে শুরু করে Gorgeous Lace Nighty।
👉 এখনই ঘুরে দেখুন আমাদের ফুল কালেকশন: Women’s Night Dress Collection