কথায় আছে— “শাড়িতেই নারী সবচেয়ে সুন্দর।”
আসলে এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, যে শাড়ি পরতে ভালোবাসে না। আমরা যতই পশ্চিমা বা আধুনিক পোশাকের দিকে ঝুঁকি না কেন, শেষ পর্যন্ত মনটা গিয়ে ঠেকে সেই চিরচেনা দেশীয় পোশাকেই। শাড়ি যেন শুধু একটা পোশাক নয়, এটা আরাম, আত্মপরিচয় আর আবেগের নাম।
যেকোনো উৎসবে শাড়িই প্রথম পছন্দ
বিয়ে, পার্টি, পুজো— যেকোনো অনুষ্ঠানেই আমাদের প্রথম পছন্দ শাড়ি। শাড়ি পরে, মাথায় ফুলের মালা, হালকা সাজে নিজেকে যখন আয়নায় দেখি— তখন যে ভালো লাগাটা হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
সরস্বতী পুজো হোক বা দুর্গাপুজোর অষ্টমী— এই দিনগুলোতে শাড়ি পরার আলাদা একটা অনুভূতি থাকে, যেটা ছোটবেলার স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে। প্রিয় মানুষটার পাঞ্জাবীর সঙ্গে ম্যাচিং শাড়ি পরে বাইরে বেরোনোর আনন্দটা সত্যিই আলাদা।
মায়ের কলমকারি শাড়ির গল্প
এইরকমই একটা বিশেষ শাড়ির গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি।
শাড়িটা ছিল কালো রঙের কলমকারি। মজার বিষয় হলো— আমার মা কালো রঙের জামাকাপড় খুব একটা পছন্দ করতেন না। কিন্তু আমি জোর করেই মাকে ওই শাড়িটা কিনিয়েছিলাম। মা কিনলেও শাড়িটা তার খুব প্রিয় ছিল না, তাই আলমারির এক কোণেই পড়ে থাকত।
একদিন কৌতূহলবশত শাড়িটা বের করে আমি নিজেই পরার চেষ্টা করলাম। অনেক কষ্টে পরতে পারলেও, মায়ের মতো গুছিয়ে ঠিকঠাক হলো না। তবুও আয়নায় নিজেকে দেখে আমি অবাক!
কোনো ভারী সাজ নয়— শুধু চোখে একটু কাজল আর কানে একজোড়া অক্সিডাইজড ইয়াররিং। অথচ নিজেকেই চিনতে পারছিলাম না। আগেও অনেকবার শাড়ি পরেছি, কিন্তু সেদিন নিজেকে সত্যিই অন্যরকম সুন্দর লেগেছিল।
আমাকে দেখে মা বলল, “তাহলে আমিও একদিন পরে দেখি।”
মা যখন শাড়িটা পরল, তখন সত্যিই ওনাকে অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছিল। শাড়িটা যেন যাকে পরানো হোক, তাকে নতুনভাবে ফুটিয়ে তোলে।
পুরোনো হলেও অমূল্য
সময়ের সঙ্গে সঙ্গে শাড়িটা পুরোনো হয়েছে, রঙও কিছুটা ফিকে হয়ে গেছে। কিন্তু কিছু জিনিস যত পুরোনো হয়, ততই তার প্রতি মায়া বেড়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই।
আমি কখনোই মাকে শাড়িটা ফেলে দিতে দিইনি। কারণ ওটা শুধু একটা শাড়ি নয়— ওটা আমার অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার অংশ।
শাড়ি আমার মুড থেরাপি
আমার মন ভালো করার সবচেয়ে সহজ উপায়?
একটা শাড়ি পরে একটু সাজগোজ করে ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করা, আর দু-একটা ছবি তোলা। ব্যাস! মুড একদম ঠিক।
আজও যখন মন খারাপ হয়, তখন ওই পুরোনো কালো কলমকারি শাড়িটা গায়ে জড়িয়ে বসে থাকি। অদ্ভুত এক শান্তি পাই। মনে হয় শাড়িটা আমার সব দুঃখ-কষ্ট নিজের ভেতর টেনে নিচ্ছে। আমার কাছে ওটা একেবারে pain killer।
আমি এখনও আমার সেই কালো শাড়িটাকে আগের মতোই, বরং তার থেকেও বেশি ভালোবাসি। কিছু জিনিস হারিয়ে যায়, কিছু জিনিস থেকে যায়। যেগুলো থেকে









