কালো জলে কুচলা তলে তৃণার আবেদনময় সাদা শাড়ির লুক
প্রকাশ:৪ অক্টোবর ২০২৫
টালিউডের লাস্যময়ী ও সুন্দরী অভিনেত্রীদের মাঝে তৃণা সাহার আবেদন একেবারেই আলাদা। ঠিক প্রথাগত সুন্দরী নন তিনি। অন্যরকম আকর্ষণ ছড়ান দেশি-বিদেশি সব লুকেই। এবার জলে নেমে সাদা শাড়িতে আবেদন ছড়াতে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই পুকুরের কালো জলে কুচলা তলে ডোবেনি কেউ। বরং টালিউড সুন্দরী তৃণা সাহার এই সাদা শাড়ির লুকের সৌন্দর্যেই হাবুডুবু খেতে হবে।
ফটো গ্যালারি



